ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

নাটোরে নৌকার নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ

নাটোর শহরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে নাটোর শহরের মাদ্ররাসা মোড়ে ওই নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে নাটোর-২ আসনের নৌকার প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলব রাত সাড়ে ১০টার দিকে শহরের মাদ্ররাসা মোড় লার্জ ফার্মা দোকানের সামনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনী ক্যাম্পে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দিলে পুলিশ মামলা নেয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।

নাটোর,ককটেল,নির্বাচনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত