চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত । গতকাল সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের শুকলালহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।
তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় সীতাকুণ্ড স্টেশনে চট্টগ্রামগামী দুটি ট্রেন ১ ঘন্টা মিনিট থামিয়ে রাখা হয়। পরে উক্ত লাইন দিয়ে সাড়ে ১১ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।
রেললাইনের জয়েন্টের বল্টু খুলে ভেঙে যাওয়ার ফলে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ইঞ্জিনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মো. আকবর হোসেন জানান, ঘটনাস্থলে ৫০/৬০টি স্লিপার ট্রেনের চাকার সংঘর্ষে উপড়ে গেছে। তবে কয়েকটি স্লিপারের নাট-বল্টু খোলা ছিল বলে তারা জানান।
খবর পেয়ে সীতাকুণ্ড ও চট্টগ্রাম রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।