শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই শ্রমিক কলোনীর ৭টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটবাস্থলে গিয়ে আগুন নিয়নন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাতে আশুলিয়ার পলাশবাড়ী বাতেনটেক এলাকার ইউসুফ মিয়ার মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, আগুনে ওই কলোনির ৯টি কক্ষের মধ্যে ৭টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনের ঘটনায় ৪ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাভার সেনানিবাসস্থ জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।