ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে একরাতে ৪ বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জে একরাতে ৪ বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকার পাড়া গ্রামে একরাতে ৪ বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামে বৃহস্প্রতিবার রাতে চোরেরা শিক্ষক তৌহিদুল ইসলামের বাড়ির গেটের তালা ও জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এবং বিশেষ কৌশলে প্রায় ৪ ভরি স্বর্ণ ১২ ভরি রুপার অলঙ্কার ও ২ লাখ ৭০ হাজার নগদ টাকা নিয়ে যায়।

একইরাতে অটো মিল মালিক বাবুর ঘরের জানালার গ্রীল কেটে ১০ ভরি স্বর্ণ ১৫ ভরি রুপার অলঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। একই সময় পাশ্ববর্তী তালুকদার বাড়িসহ অন্য আরেকটি বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের এ ২ বাড়ি থেকে নগদটাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশিদ আলোকিত বাংলাদেশকে বলেন, ওই গ্রামের ২ বাড়িতে চুরির ঘটনা জেনেছি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

চুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত