ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কালো টাকা দিয়ে ভোট কিনতে অনেকে রাস্তায় নেমেছেন: শিক্ষামন্ত্রী

কালো টাকা দিয়ে ভোট কিনতে অনেকে রাস্তায় নেমেছেন: শিক্ষামন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. দীপু মনির নৌকা মার্কার সমর্থনে শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে এই সভা থেকে নির্বাচনে কালো টাকা দিয়ে ভোট কেনার জন্য অনেকে রাস্তায় নেমেছেন বলে অভিযোগ করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

সভায় দীপু মনি বলেন, ‘বস্তায় বস্তায় টাকা নিয়ে ভোট কেনার জন্য অনেক প্রার্থী রাস্তায় নেমেছেন। কিন্তু আমি কোনো ভোট কিনব না, কিনিও নাই। ভোট আপনাদের, কোনো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না। আমিও করব না। টাকার বিনিময়ে আপনারা দয়া করে কোনো ভোট দেবেন না।’

ভোটারদের উদ্দেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘গত ১৫ বছর আপনারা আমাকে স্নেহ, ভালোবাসায় আবদ্ধ করে রেখেছেন। আমি আশা করি, ৭ জানুয়ারি আপনারা দলে দলে নৌকা মার্কায় ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান, বোনকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।’

নির্বাচনী সভায় ডাঃ দীপু মনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙ্গন। জননেত্রী শেখ হাসিনা সরকার চাঁদপুর রক্ষা বাঁধ করে দিয়েছেন। চাঁদপুর-৩ আসনে ৭ শ কিঃমিঃ রাস্তাকরণ করা হয়েছে, ১ হাজার কালভার্ট করা হয়েছে। চাঁদপুর-৩ শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। ৩ হাজার ৫০ জন কে পূর্ণবাসন করা হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দিয়েছেন। শেখ হাসিনার সময়ে মন্ত্রী, এমপি, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলরসহ সকলে জনগনের সেবক। শেখ হাসিনা সকলকে জনগনের কাছে তাদের জবাবদিহিতার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, গত ১৫ বছরের আগে চাঁদপুরে আওয়ামী লীগের কোন এমপি ছিল না। তখন আওয়ামীলীগের নেতা-কর্মী বিএনপি জামায়াতের নির্যাতন সহ্য করতে হয়েছে। তারা কত মানুষের ঘর-বাড়ি পুড়িয়েছে। গত ১৫ বছর আপনারা আমাকে স্নেহ, ভালবাসায় আমাকে আবদ্ধ করে রেখেছেন। আমি আশা করি এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান, বোনকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করেছি। আপনাদের যারা এলাকাবাসী, প্রতিবেশী রয়েছে সকলকে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য বলবেন। আগামী ৭ তারিখ জনগন ভোটের মাধ্যমে নৌকাকে জয়যুক্ত করবেন। আপনাদের দোয়া, আশিবাদ হবে আমার চলার পথের সঙ্গি। আপনাদের মূল্যবান ভোট দানের মাধ্যমে সকল অপপ্রচার ও মিথ্যাচারকারীদের জবাব দেয়া হবে। আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী এবং অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন. চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা কৃষকলীগের আহŸায়ক আজিজ খান বাদল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম মল্লিক, সদর থানা যুবলীগের আহŸায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের আহŸায়ক মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, পৌর ছাত্রলীগের আহŸায়ক ইউসুফ গাজী মুন্না প্রমুখ।

দীপু মনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত