হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৬ | অনলাইন সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম কামরুল হোসেন (৩৭)। সে উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আলী আকবরের পুত্র।
হালুয়াঘাট সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, শুক্রবার রাত দশটায় একদল ভারতীয় বুনো হাতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ফসলী জমির ক্ষতি সাধন করে হাতিগুলোকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সেখানে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়।
আহতাবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোপালপুর ভিট অফিসার মোঃ ওয়ালিদ বিন মতিন জানায়, বন আইন অনুযায়ী নিহতের পরিবার সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আমরা চেষ্টা করবো দ্রুত তাহার পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য। হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হওয়ার বিষয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।