চাঁদপুরের কেন্দ্রগুলোতে নেয়া হচ্ছে ভোট গ্রহণের সামগ্রী

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের ভোট গ্রহনের সামগ্রী নেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কেন্দ্রগুলোর ভোটগ্রহন সামগ্রী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সদর উপজেলা সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

সদর আসনের ১৬৫ কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ১৮ কেন্দ্র, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের ২টিসহ ২০টি কেন্দ্রে আজই ব্যালট পেপারসহ নির্বাচনি সব সামগ্রী যাচ্ছে।

বাকী কেন্দ্রে ব্যালট পেপার যাবে রবিবার সকালে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার ৫ আসনে মোট ভোটার সংখ্যা ২১লাখ ৫৬ হাজার ৬০৯। পুরুষ ভোটার ১১লাখ ১২ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১০লাখ ৪৪ হাজার ৩২জন। জেলা মোট ভোট কেন্দ্র সংখ্যা ৭০০টি। মোট ভোট কক্ষ: ৪২৬৪টি, স্থায়ী কক্ষ: ৪০৮৭টি, অস্থায়ী: ১৭৭টি। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩০জন।