চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের ভোট গ্রহনের সামগ্রী নেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কেন্দ্রগুলোর ভোটগ্রহন সামগ্রী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সদর উপজেলা সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
সদর আসনের ১৬৫ কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ১৮ কেন্দ্র, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের ২টিসহ ২০টি কেন্দ্রে আজই ব্যালট পেপারসহ নির্বাচনি সব সামগ্রী যাচ্ছে।
বাকী কেন্দ্রে ব্যালট পেপার যাবে রবিবার সকালে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার ৫ আসনে মোট ভোটার সংখ্যা ২১লাখ ৫৬ হাজার ৬০৯। পুরুষ ভোটার ১১লাখ ১২ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১০লাখ ৪৪ হাজার ৩২জন। জেলা মোট ভোট কেন্দ্র সংখ্যা ৭০০টি। মোট ভোট কক্ষ: ৪২৬৪টি, স্থায়ী কক্ষ: ৪০৮৭টি, অস্থায়ী: ১৭৭টি। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩০জন।