৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ নির্বাচনী এলাকার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় নৌকার সমর্থনে পথসভায় নারীদের টাকা ও খাবার প্যাকেট বিতরণ করায় জানে আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগ সহ-সভাপতি। ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বাদি হয়ে ০৫ জানুয়ারি শুক্রবার ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে মুহাম্মদ আশরাফুল উল্লেখ করেন, “জানে আলম ভূঞা গত ২৫ ডিসেম্বর নৌকার প্রার্থী গণসংযোগ শেষে চলে যাওয়ার পর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে নগদ টাকা ও অন্যান্য লোকজনের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন। যাহা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৭৫ এর বিধান লঙ্গনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ঙ) এর বিধান লঙ্গন করিয়াছেন”।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।