ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার মধ্যেরাতে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং ট্রাক চালক ট্রাকটি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করছিল। এ সময় মুখোশধারী ৫/৬ জন দুর্বৃত্ত ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে চালক ও হেলপার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেললেও ট্রাকের কেবিন পুড়ে গেছে। তবে ট্রাকের মালামালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ৯৯৯ এ ফোনে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত