রংপুরের সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের প্রস্তুতি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের সব ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনের সরঞ্জাম। ব্যালট পেপার ও সিল প্রতিটি কেন্দ্রে নির্বাচনের দিন রোববার সকালে পাঠানো হবে। অবাধ, সুষ্ঠু  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্যে প্রস্তুত রংপুর।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হচ্ছে এসব সরঞ্জাম। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজে নির্বাচনের সরঞ্জাম বুঝে নিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুরের ছয়টি সংসদীয় আসনে এবার কেন্দ্র রয়েছে ৮৫৮টি। এর মধ্যে রংপুর জেলার অধীনে রয়েছে ৬৫৯টি এবং মেট্রোপলিটন এলাকায় ১৯৯টি। এসব কেন্দ্রে নির্বাচনী এলাকার ৮৫৮টি কেন্দ্রের ৫ হাজার ১৭৬টি কক্ষের জন্য এসব নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনী কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তারা গাড়িতে করে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রংপুর সদর ৩ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা মমিনুর আলম জানান, রংপুর সদর ৩ আসনের ১৭৫টি কেন্দ্রে নির্বাচনী সকল সরঞ্জামন পাঠানো শুরু হয়েছে। নিরাপত্তার সঙ্গে সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। ব্যালট পেপার ও সিল প্রতিটি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে পাঠানো হবে। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

রংপুরের ৬টি আসনের মোট ভোটার ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। রংপুর-১ আসনে তিন লাখ ৩২ হাজার ২১৯ জন ভোটার, এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৩৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ১৮২ জন। রংপুর-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৭ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭৭ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৮৫ জন। রংপুর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪৭২ জন। রংপুর-৪ আসনে চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৪৯ জন। রংপুর-৫ আসনে চার লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার দুই লাখ ১৮ হাজার ৩৪৭ জন। রংপুর- ৬ আসনে মোট ভোটার তিন লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৪৯৮ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৪ হাজার ২৫২ জন।রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ৩ এমপি কে কোথায় ভোট দিবেন রংপুরে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার, বাণিজ্যমন্ত্রী, জাপা চেয়ারম্যান  । তারা প্রত্যেকে নিজ নিজ নির্বাচনীয় এলাকায় ভোট প্রদান করবেন।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোট দিবেন পীরগাছার জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিপু মুনশি কখন ভোট দিবেন সেটা এখনও নিশ্চিত না। তবে সকালেই ভোট দিবেন বলে জানা গেছ।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবারেও নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি ভোট দিবেন লালদিঘি উচ্চ বিদ্যালয় ও মকিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তবে কখন ভোট দিবেন এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর – ৩ আসনে নিজের ভোট দিতে পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ঢাকার ভোটার জিএম কাদের নির্বাচনের দিন রংপুরে অবস্থান করায় তিনি ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

রংপুরের ৬ টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। রংপুরে এবারে ৮৫৮টি কেন্দ্রের ৫ হাজার ১৭৬ টি কক্ষের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। রংপুর জেলায় মোট ভোটার ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন।