সাতক্ষীরা-২ সদর আসনের কমপক্ষে তিনটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সাতক্ষীরা সদরের বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায়।
হাবিবুল হাসান নামে একজন জানান, রাতে সাতক্ষীরা পৌরসভার রুচিরা বেকারি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের কাটিয়া লস্করপাড়া স্কুলে, মাগুরা কর্মকার পাড়া এবং শহরের জজকোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুতি আছে। এতে ভোটের উপর কোন প্রকার প্রভাব পড়বে না।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, কোন কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা কিনা জানা নেই। তবে দুই জায়গায় বাজির শব্দ শোনা গেছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।