নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা।
রোববার (৭ জানুয়ারি) সকালে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার বন্ধ থাকার পর আগামিকাল সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে ফের ভোমরা স্থলবন্দরের সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাজরিহা হোসাইন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে, এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।