ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে একটি কেন্দ্রে ২ ঘন্টায় ভোট পড়েছে ২ শতাংশ

নারায়ণগঞ্জে একটি কেন্দ্রে ২ ঘন্টায় ভোট পড়েছে ২ শতাংশ

নারায়ণগঞ্জের ৫টি আসনের মোট ৭৮২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে একযোগে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। শীতের সকালে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম থাকলেও তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে প্রত্যাশা প্রার্থী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের। বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ।

এদিকে সকাল থেকে প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

সরেজমিনে সকাল ৯ টায় নারায়ণগঞ্জ ৫ (সদর ও বন্দর) আসনের সরকারি মহিলা কলেজের ৩ টি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি অনেক কম। সকাল ৯ টা পর্যন্ত এক ঘন্টায় সরকারি মহিলা কলেজ কেন্দ্র ১ রোকেয়া ভবনে ৭ টি বুথে ৩২৬৪ জন ভোটারের মধ্যে ভোট দেন মাত্র ১০৫ জন। প্রিজাইডিং অফিসার সৈয়দ গোলাম সারোয়ার জানান, লাঙ্গল, সোনালী আশ পাট ও চেয়ার প্রতীকের এই ৩ প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছে। সকালে ঘন কুয়াশার কারণে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। প্রীতিলতা ভবনে সরকারি মহিলা কলেজ কেন্দ্র ২ এর প্রিজাইডিং অফিসার ফারুক হোসেন জানান ২৯৫৫ জন ভোটারের মধ্যে প্রথম এক ঘন্টায় ভোট পড়েছে ৬১ টি।

একই ভবনে সরকারি মহিলা কলেজ কেন্দ্র ৩ এর প্রিজাইডিং অফিসার মোঃ আবুল হোসেন জানান, ৩১১৯ জন ভোটারের মধ্যে প্রথম এক ঘন্টায় ভোট পড়েছে ৬১ টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে বলে তিনি জানান।

নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ১৮ হাজার ১২৮ জন। তার মধ্যে সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ভোট দিয়েছেন মাত্র ৩৭৬ জন। ভোটগ্রহণের হার ২.০৭ শতাংশ। ভোটকেন্দ্র ১ এর প্রিজাইডিং অফিসার খন্দকার আবু বাশার জানান, সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ৪৪৭০ জন পুরুষ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৬৮ টি। ভোটকেন্দ্র ২ এর প্রিজাইডিং অফিসার মৌমিতা সরকার জানান, সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ৪৩২২ জন মহিলা ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬০ টির মতো। ভোটকেন্দ্র ৩ এর প্রিজাইডিং অফিসার রমজান আলী জানান, সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ২৩৭৩ জন পুরুষ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬০ টি। ভোটকেন্দ্র ৪ এর প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক জানান, সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ২৩৭২ জন পুরুষ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৮ টি।

ভোটকেন্দ্র ৫ এর প্রিজাইডিং অফিসার হারুনুর রশিদ জানান, সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ২৩০০ জন মহিলা ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩০ টি।

ভোটকেন্দ্র ৬ এর প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, সকাল ১০ টা পর্যন্ত ২ ঘন্টায় ২২৯১ জন মহিলা ভোটারের মধ্যে ভোট পড়েছে ১০ টি।

নারায়ণগঞ্জ,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত