ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

চাঁদপুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢীরচর এলাকার এ কেন্দ্রে ভোট দিতে যান তিনি।

এসময় মন্ত্রী নিজ এলাকার মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

ভোট দেওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছে।

তিনি বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। আশা করছি, এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে, ভোটারদের প্রতি আমার সেই দৃঢ বিশ্বাস আছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যােেয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর,শিক্ষামন্ত্রী,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত