ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দ্বাদশ সংসদ নির্বাচন : ফেনীতে জাল ভোটের দায়ে  আটক ২২ জন

দ্বাদশ সংসদ নির্বাচন : ফেনীতে জাল ভোটের দায়ে  আটক ২২ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ৩ আসনে নির্বাচনী কেন্দ্রে জাল ভোটের দায়ে ও নানা অনিয়মের অভিযোগে ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার ভোট গ্রহন শেষে আটককৃতদের বিষয় নিশ্চিত করে জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ।

আটককৃতরা হচ্ছেন ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলায় ১৩ জন, ফেনী-১ আসনের ছাগলনাইয়ায় ৭ জন ও ফুলগাজীতে ২ জন রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ছয়জন, ফেনী-২ আসনে আটজন ও ফেনী-৩ আসনে ১০ জন।

তিনি আরও জানান, ফেনীর তিনটি আসনে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন ভোটার আছে। ভোটাররা ৩৯৯টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনভর ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন।

সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত