দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনের ৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) জয়লাভ করেছেন। অপর একটি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ হয়েছে।
সূত্র জানায়, নেত্রকোণা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (নৌকা)। তিনি ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফেরদৌস ্আরা (ট্রাক) পেয়েঝেন ২৫ হাজার ২১৯ ভোট।
নেত্রকোণা- ২ (সদর-বারহাট্টা) আসনে বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (নৌকা) ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক উপ-মন্ত্রী আরিফ খান জয় (ঈগল) পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।
নেত্রকোণা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার (ট্রাক)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭৬ হাজার ৮০৩। এই আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অসীমক কুমার উকিল নৌকা)। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।
নেত্রকোণা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে শক্তিশালী কোন প্রতিদ্বন্ধী ছিলেন না। এই আসনে প্রায় বিনা প্রতিদ্বন্ধীাতায় জয়লাভ করেছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান (নৌকা)। তিনি ১ লাখ ৮৮ হাজা ৬৮ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: লিয়াকত আলী খান এডভোকেট পেয়েছেন ৫ হাজার ৭৫৯ ভোট।
নেত্রকোণা- ৫ (পুর্বধ্বলা) আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচীত হয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন (নৌকা)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭৯ হাজার ৭৯০। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মাহফুজুল ইসলাম সোহেল (ট্রাক) । তিনি পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট।