নীলফামারীর ৪টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল 

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

চুরান্ত ভাবে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১লাখ ১৯ হাজার ৯০২ভোট পেয়ে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬ শত ৬১ভোট।

নীলফামারী-২ -সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসাদুজ্জামান নূর ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬৪৮ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে সাদ্দাম হোসেন পাভেল ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মারজিয়া সুলতানা  ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে মোঃ সিদ্দিকুল আলম ৬৯ হাজার ৯১৪ সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুল মোমিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট।