ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ৬টি আসনে বিজয়ী হলেন যারা

রংপুরে ৬টি আসনে বিজয়ী হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে ৩ জন, লাঙ্গল প্রতীকে ১ জন এবং আওয়ামী লীগের ২ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুর-১ আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের আসাদুজ্জামান বাবলু। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা পেয়েছেন ২৪ হাজার ৩৩৩ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি পেয়েছেন ৮১ হাজার ৫৯৯ ভোট। তার নিকতম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের বিশ্বনাথ সরকার বিটু পেয়েছেন ৬১ হাজার ৫৮৩ ভোট। রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির চোয়ারম্যান জি এম কাদের বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৮১ হাজার ৮৬৮ পান। তার নিতটতম তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টিপু মুনশি। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৯৩ ভোট। তার তার নিকটতমপ্রতিদ্ধন্দি জাতীয় পার্টির সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ১২৫ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট।

রংপুর-৬ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬শ ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।

রংপুর,নির্বাচিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত