সাতক্ষীরার ৩টি আসনে আ.লীগ, ১টিতে জাপা প্রার্থী বিজয়ী
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী ৩টি আসনেে এবং জাতীয় পার্টির প্রার্থী একটি আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, নির্বাচিতরা হলেন, সাতক্ষীরা-০১ (তালা+কলারোয়া) আসনের আওয়ামীলীগের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট।
সাতক্ষীরা-০২ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) ঈগল প্রতিকের বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা-০৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জের একাংশ) আসনে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত মহয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মো. আলিফ হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।
সাতক্ষীরা-০৪ (কালিগঞ্জ-শ্যামনগর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন ১ লাখ ৪০ হাজার ৪৬ ভোট বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম দলীয় নোঙর প্রতিকের প্রার্থী এইচএম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৯৪৬ ভোট।
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির আরও জানান, সাতক্ষীরা জেলার চারটি নির্বাচনি এলাকায় এবার ভোট পড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ।
এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৪২ দশমিক ৫ শতাংশ, সাতক্ষীরা-২ আসনে ৩৩ দশমিক ৫ শতাংশ, সাতক্ষীরা-৩ আসনে ৪৭ দশমিক ২ শতাংশ, সাতক্ষীরা-৪ আসনে ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে পড়েছে।