ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সবকয়টি আসনেই নৌকা প্রার্থী বিজয়ী

সিরাজগঞ্জে সবকয়টি আসনেই নৌকা প্রার্থী বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন। এসব আসনে ৩১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্ব›দ্বীতা করেছেন।

জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে ১৭৩ ভোট কেন্দ্রের মধ্যে সবকটিতে আওয়ামীলীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) ২ হাজার ১৩৯ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের জান্নাত আরা হেনরী (নৌকা) ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু (লাঙ্গল) ৪ হাজার ৫৮০ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১৫৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের ডা. আব্দুল আজিজ (নৌকা) ১ লাখ ১৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) ৪৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি (নৌকা) প্রতীকে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামানিক (লাঙ্গল) ৭ হাজার ৮৮ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১২৪টি ভোট কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের আব্দুল মমিন মন্ডল (নৌকা) ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট। এ আসনে নৌকা ও ঈগলের তুমুল ভোটযুদ্ধ হয়েছে।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৬০ ভোট কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের চয়ন ইসলাম (নৌকা) ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) ২৫ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। এ ৬টি সংসদীয় আসনের মধ্যে সিরাজগঞ্জ-২ আসর্নে নতুন মুখ ড. জান্নাত আরা হেনরী বিপুল ভোটে নির্বাচিত হন।

সংসদ নির্বাচন,আওয়ামী লীগ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত