ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পটুয়াখালীর চারটি আসনের ৩ টিতে নৌকা ও ১ টি আসনে লাঙ্গলের প্রার্থী বিজয়ী

পটুয়াখালীর চারটি আসনের ৩ টিতে নৌকা ও ১ টি আসনে লাঙ্গলের প্রার্থী বিজয়ী

পটুয়াখালীর চারটি আসনের মধ্যে ৩ টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও ১ টি আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার রাত নয়টায় সহকারী রির্টানিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষনা করেন। পটুয়াখালী-১ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারী বিজয়ী হয়েছেন রুহুল আমিন হাওলাদার, তার নিকটতম প্রতিদ্বন্ধী ডাব প্রতীক নিয়ে নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। পটুয়াখালী-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ২৯২ টি ভোট পেয়ে আ,স,ম ফিরোজ বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মহাসীন হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৫১ ভোট।

পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে এস,এম শাহাজাদা বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতীক নিয়ে আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে মহিববুর রহমান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতিক নিয়ে মাহবুবুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৫৭৬ ভোট। বিজয়ী হওয়ার পর পরই নেতাকর্মীরা বিজয়ী নিয়ে উল্লাসে মেতে ওঠেন।

বিজয়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত