হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া নামকস্থানে নছিমন ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছে। তারা হলো, পাবনার চাটমোহর উপজেলার বড়বিলাই গ্রামের মৃত আনোয়ার হেসেনের ছেলে অটোভ্যান চালক সাইদুর রহমান (২৭) ও ওই নিহত নারীর নাম পরিচয় এখনও মেলেনি। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে মহাসড়কের পাশের রাস্তা দিয়ে যাত্রীবাহী অটোভ্যান হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ একজন নারী যাত্রী নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং চালকের নাম পরিচয় পেলেও ওই নারীর পরিচয় এথনও মেলেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।