ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার-১ আসনে জামানত হারালেন যে পাঁচ প্রার্থী

কক্সবাজার-১ আসনে জামানত হারালেন যে পাঁচ প্রার্থী

৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী হোসনে আরা (লাঙ্গল), তার প্রাপ্ত ভোট ৭৭৩ বাংলাদেশের ওয়ার্কাস পার্টি আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ি). তার প্রাপ্ত ভোট ৫৩৭, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), তার প্রাপ্ত ভোট ৬৯১, স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল), তার প্রাপ্ত ভোট ২৪৪, স্বতন্ত্র প্রার্থী কমরউদ্দিন আরমান (কলার ছড়ি), তার প্রাপ্ত ভোট ১৮০।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের বিধিমতে কাস্টিং ভোটের অষ্টমাংশ ভোট প্রাপ্ত না হলে প্রার্থীর জামানত হারাতে হবে।

এই আইন অনুযায়ী কক্সবাজার-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও তার নিকটতম প্রতিদ্বন্ধী জাফর আলম ছাড়া অপর পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হবে।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে হাতঘড়ি প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক গাড়ি প্রতীকের প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।

প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত