জাতীয় সংসদের নেত্রকোণা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে নির্বাচনী সহিংসতায় নূরুল আমীন নামের একব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারী) বিকেল ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যূ হয়।
এর আগে রোববার (৭ জানুয়ারী) রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। তিনি আটপাড়া উপজেলার দেওগাও- গোবিন্দপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় বিভিন্ন সূত্র ও পুলিশ জানায়, রোববারের নির্বাচনে আটপাড়া উপজেলার দেবশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীক ৪০৬ ও ট্রাক প্রতীক ২৭৩ ভোট পায়। এই খবরে দেবশ্রী এলাকায় বিজয় মিছিল করে অসীম কুমার উকিলের নৌকার সমর্থকরা। পরে চূড়ান্ত ফলাফলে ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুকে (ট্রাক) বিজয়ী ঘোষনা করা হলে তার সমর্থকরা দেওগাও-গোবিন্দপুর এলাকায় বিজয় মিছিল বের করে। তাদের দেখে নৌকার সমর্থকরা উস্কানিমূলক শ্লোগান দেয়। এতে সংঘর্ষে নূরুল আমীনসহ উভয়পক্ষের অন্তত: ১৩ ব্যক্তি আহত হন। নিহত নূরুল আমীন বিজয়ী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর ট্রাকের সমর্থক ছিলেন বলে জানা যায়।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, নুরুল আমীনের মৃত্যুর বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা