ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে শিক্ষার্থীর বুদ্ধিমত্তায় রক্ষা পেলো শতাধিক যাত্রী

নীলফামারীতে শিক্ষার্থীর বুদ্ধিমত্তায় রক্ষা পেলো শতাধিক যাত্রী

উজ্জ্বল, নীলফামারী : নীলফামারীর ডোমারে স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের শতাধিক যাত্রী। আজ মঙ্গলবার নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া রউফ সাহেব লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।স্কুলছাত্রী আনোয়ারা বেগম উপজেলার মাহিগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকার হামিদুল বলেন, এ ঘটনার খবর পেয়ে ডোমার রেলওয়ে স্টেশনমাস্টার বাবু হোসেন ঘটনাস্থলে এসে দেখেন, লেভেল ক্রসিংয়ের লাইনে ফাটল সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সৈয়দপুর থেকে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীরা এসে ফাটল মেরামত করেন। শেষে ট্রেনটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়।

মজিদ আলী আলোকিত বাংলাদেশ কে বলেন, ‘আজ দুপুর আড়াইটার সময় আমি বাড়ির পার্শ্বে রেললাইন দিয়ে হাঁটছিলাম। সামনে দেখতে পাই রেললাইনে একটা বড় ফাটল। তখন রেললাইন ভেঙে গেছে বলে চিৎকার দিলে এলাকার মানুষ ছুটে আসে। ওই সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসছিল। উপস্থিত সকলে মিলে লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেই।’

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা আলোকিত বাংলাদেশ কে বলেন, ‘শীতকালে রেলপাত সংকুচিত হয়। এ সময় রেলপাতের জোড়াগুলো খুলে গিয়ে ফাটল দেখা দেয়। ডোমার-মির্জাগঞ্জ রেলপথের মাঝামাঝি রউফ সাহেবের লেভেল ক্রসিংয়ে এ রকম ঘটনাই ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেলপাতের ফাটল মেরামত করা হয়। এর ঘণ্টাখানেক পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

নীলফামারী,রক্ষা,যাত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত