ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে কৃষক নিহত 

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে কৃষক নিহত 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) ভোরের দিকে কক্সবাজার-ঢাকা রেলপথের ঈদগাঁও উপজেলার নাপিতখালী জুমনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই কৃষক জমিতে সেচ দিতে এসে রেললাইনে ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত কৃষকের নাম আব্দুস সাত্ত্বার (৫০)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস জুমনগর এলাকার পেচু মিয়ার ছেলে। ক্ষেতে সেচ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

রেলওয়ে কক্সবাজার অঞ্চলের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনে এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জেনেছি। লোকো মাস্টারের দেওয়া তথ্যমতে, লোকটি শোয়া অবস্থায় ছিলেন। হর্ন দেওয়ার পরও তিনি উঠে না যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, হয়তো রাতে ক্ষেতে সেচ দিয়ে ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়েছিলেন ওই কৃষক।পরে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত