হাজীগঞ্জে আন্ত:জেলা গরু চোরচক্রের ৩ সদস্য আটক, দুই গরু উদ্ধার

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:২৫ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে আন্ত:জেলা গরু চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে দুই গরু উদ্ধার করা হয়। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাজীগঞ্জ থানা পুলিশ।

চোরচক্রের সদস্যরা হল- হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পূর্ব পাড়া জমাদ্দার বাড়ীর আবদুল কাদির (৩২), চাঁদপুর সদর উপজেলার মধ্যে শ্রীরামদী এলাকার লিটন ওরফে হোমিও লিটন (৪০) এবং একই উপজেলার বলিয়া এলাকার শফিকুর রহমান ওরফে রিপন মাল (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ।

পুলিশের উপ-পরিদর্শক জায়েদ ভূঁইয়া জানান, চাঁদপুর সদর উপজেলার বলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তিন চোরকে সঙ্গে নিয়ে দুই গরু উদ্ধার করা হয়। মামলার বাদী হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সুবিদপুর হাজী বাড়ীর পারুল বেগম। গরুগুলো উদ্ধার করে তার কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত গরু চোরচক্রের সাথে জড়িত রয়েছে। তাদেরকে গরু চুরির মামলায় চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।