নেত্রকোণার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা ঘটনার মামলায় মূল হোতাসহ ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লক্ষীপুর গ্রামের হাতেম আলীর ছেলে হানিফ মিয়া ও সিরাজ আলীর ছেলে ফারুক মিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরের দিকে ময়মনসিংহ র্যাব- ১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস অফিসার মো: আনোয়ার হোসেন এই তথ্য জানান। এর আগে ভোরের দিকে উপজেলার কুইট্টাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার বরাতে তিনি জানান, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাদী আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিজ্ঞ আদালতে কয়েকটি মামলাও বিদ্যমান। গত ৩১ ডিসেম্বর আসামীরা বাদীর পুকুর পাড় থেকে কলার ছড়ি কেটে নিয়ে যায়। বাধা দেওয়ায় বাদীর স্ত্রী মোমেনাকে গালাগালি শুরু করে তারা। এক পর্যায়ে আসামীরা কাঠের রোল দিয়ে মোমেনার উপর আঘাত করে। এ সময় মোমেনার কোলে তার আড়াই বছরের শিশুপুত্র জুনাইদ ছিল। আসামীদের করা আঘাত জুনাইদের মাথায় লাগে। পরে হাসপাতালে নেওয়ার সময় জুনাইদ মারা যায়। এই ঘটনায় জুনাইদের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হানিফ মিয়া ও ফারুক মিয়াসহ জ্ঞাত-অজ্ঞাত ৮ ব্যক্তির বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।
গ্রেফতার আসামীদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।