জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বেলকুচি এলাকার বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে নৌকার সমর্থক ও সাবেক শ্রমিক দল নেতা আমিরুল ইসলাম আকন্দকে (৪০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি বেলকুচি উপজেলার সূবর্ণসাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। ওসি (ডিবি) মো. জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত আমিরুল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল বেলকুচি পৌর শাখার সভাপতি ছিলেন। তিনি বেলকুচিতে সম্প্রতি বোমা বিস্ফোরণে ফজলু শেখ নিহতের মামলার প্রধান আসামী মোতালেব সরকারের ভাগিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল মমিন মন্ডল নৌকা প্রতীক পাওয়ার পর তিনি আওয়ামীলীগে যোগ দেন। এ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হওয়ার পর বেলকুচি এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ ভাংচুর লুটপাট ও মারপিটের ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই উপজেলার চালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।