উখিয়ার বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান আর নেই
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
আজ শনিবার বিকাল ৩টায় নামাজে জানাযা অনুস্টিত হবে মরিচ্যাপালং মুক্তিযোদ্বা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। তিনিই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা।
বীর মুক্তিযোদ্ধা সোবহান কক্সবাজার ও বান্দরবান জেলার (মহকুমার) একাত্তরে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনিই কক্সবাজার জেলা শহরের পাবলিক হল মাঠের আমগাছ তলায় ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা দিয়ে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। তিনি তখন ছিলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত।
মৃত্যু কালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন প্রকাশ করছেন কক্সবাজার জেলার বিভিন্ন মহল। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।