ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে বার্ষিক পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা

নোয়াখালীতে বার্ষিক পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা

নোয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মল ফোল্ডার এগ্রিকালচার কম্পেটিটিভিনেস প্রজেক্ট (এসএসিপি) এর আয়োজনে এটিআইর অধ্যক্ষ ডক্টর মোজাম্মেল হোসেনের পরিচালনা কৃষি সম্প্রসারণ চট্রগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার তানজিলাল আজিজ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক মো.তাজুল ইসলাম পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের কৃষক ও উদ্দ্যেক্তাদের সমস্যা ও উন্নয়ন মুখী কথা শুনেন এবং উত্তরনের নানা দিক গুলো নিয়ে আলোচনা করেন। এতে নোয়াখালী, ফেনী, লক্ষীপুরের সকল উপজেলার কৃষি অফিসার তাদের নিজস্ব কাজ গুলোর কৃষি ও মাঠের ফসলের অবস্থান সম্পর্কে প্রদর্শনী তুলে ধরেন।

এইসময় আরো উপস্থিত ছিলেন, এসএসিপি, ডিএই প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, এসএসিপি বিএআরআই অঙ্গ কম্পোনেন্ট কো-অডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার, বিএডিসি অঙ্গে কম্পোনেন্ট ডিরেক্টর মো. রেজাউর রহমান, এসএসিপি, ডিএএম অঙ্গ কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ রাজু আহমেদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপরিচলক ও এসএসিপি এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ড. মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি উদ্দ্যেক্তা কল্যান ফাউন্ডেশন এর মহাপরিচালক আহসান উল্লাহ সফল, নোয়াখালী উপ পরিচালক শহীদুল হক সহ আরো অনেকে।

কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত