ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২০ ঘন্টা ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরেক যুবক খুন

২০ ঘন্টা ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরেক যুবক খুন

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ২০ ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এপিবিএনের দাবি, আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এই যুবক।

শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত কুজ্জত উল্লাহ, ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের ফজর কলিমের ছেলে।

উখিয়াস্থ ৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার সালা উদ্দিন বলেন, উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকে একদল দুর্বৃত্ত এসে ঘর থেকে ডেকে কুজ্জত উল্লাহকে বুকে গুলি করে এবং কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে দ্রুত এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আরসা সন্ত্রাসীরা কুজ্জত উল্লাহকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান এপিবিএনের সহকারি পুলিশ সুপার সালাউদ্দিন"।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের এম-২৭ ব্লকে আরসা সন্ত্রাসীরা গলাকেটে হত্যা করে রোহিঙ্গাদের সাবেক ব্লক মাঝি করিম উল্লাহকে।

নিহত করিম উল্লাহ (৩৭) একই রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের মৃত গনু মিয়ার ছেলে। তিনি ক্যাম্পটির এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা (ব্লক মাঝি)।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের বাসিন্দা করিম উল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত একদল দুষ্কৃতিকারি। পরে তাকে ঘর থেকে বের করেই জবাই করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত করিম উল্লাহকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বলে জানান ওসি।

শামীম হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত