নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৫২ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার(১৩ জানুয়ারি) রাতে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, সান্তাহার থেকে ঢাকাগামী রকেট মেইল ট্রেনটি নাটোর স্টেশনে সিগন্যাল পায়। স্টেশনে পৌঁছানোর আগে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইন পারাপার হওয়ার সময় এক অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। মরদেহটি ক্ষতবিক্ষতর কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তকরণে চেষ্টা চলছে বলে জানান তিনি।