নোয়াখালী হাতিয়া উপজেলা সরকারি হাসপাতালের চেম্বারে ফি নিয়ে রোগী দেখার প্রতিবাদ হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা সৌমেন সাহাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ওই হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুর রহমান। এ নিয়ে হাসপাতাল চত্বরে চিকিৎসক ও কর্মচারীদের মাঝে উত্তেজনা ও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: সৌমেন সাহা সূত্রে জানা যায়, আজ (১৩ ই জানুয়ারী) শনিবার সকাল ১১টা তিনি হাসপাতাল পরিদর্শন কালে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে পান আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান টাকা নিয়ে দুইজন রোগী দেখছেন। ডা: সৌমেন সাহা চেম্বারে ঢুকে এর প্রতিবাদ করলে ডা. মাহমুদুর রহমান উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে তেড়ে আসার চেষ্টা করেন এবং সৌমেন সাহাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ সময় উপস্থিত রোগী ও অন্যান্য লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুর রহমান জানান, এমন কোন ঘটনা ঘটে নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা স্যার ভালো জানেন, আপনি ওনার সাথে কথা বলুন। এ নিয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।