রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায় বলে জানা গেছে। 

স্থানীয় ব্যবসায়ী মো. শিহাব বলেন, ফজরের পর শাহ আলমকে রেলপথ ধরে হাঁটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। পরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় বলে জানান তিনি। 

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান।

তিনি জানান, ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেলপথ দিয়ে চলাচলে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।