ভারতের ত্রিপুরা রাজ্যে মেলা দেখতে গিয়ে বিএসএফের হাতে আটক রাঙামাটির ১০ যুবককে ২৫ দিনের কারাদন্ড দিয়েছে সেদেশের আদালত।
জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা মো. শামসুদ্দিন, আব্দুস সালাম, মো. সুমন, মো. বেলাল, আব্দুল জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউলসহ পানছড়ির আরো ২০ জন পাসপোর্ট ছাড়াই খাগড়াছড়ির পানছড়ি বর্ডার দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি মেলায় ঘুরতে যান। মেলা দেখে অন্যরা চলে আসলেও লংগদু উপজেলার ১০ যুবক ফেরার পথে ১৩ জানুয়ারী বিএসএফ এর হাতে আটক হয়। পরে তাদেরকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বলেন, আটক যুবকদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনেছি। তারা ত্রিপুরা রাজ্যে পৌষ সংক্রান্তি মেলায় ঘুরতে গিয়েছিলেন। বিএসএফ এর হাতে আটক ও দন্ডের খবরে তাদের পরিবারে হতাশা নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।