বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ মাদক কারবারি কাওছার হোসেনকে (২১) গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মির্জানগর পশ্চিমপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ ১ টি মোবাইল ও নগদ ১৩’শ টাকা জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।