ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিলের পাড় থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জে বিলের পাড় থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খলিশাগাড়ী বিলের পাড় থেকে অটোভ্যান চালক রুবেলের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার রাঘববাড়িয়া গ্রামের আকতার হোসেনের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতিদিনের মতো রোববার সকালে রুবেল ভ্যান নিয়ে কাজে বের হয় এবং বিকেলে তার স্ত্রীর সাথে কথা বলার পর আর বাড়ি ফিরে আসেনি। সে রাতে বাড়িতে না আসায় তাকে ফোন দিয়েও বন্ধ পায় তার স্ত্রী। সোমবার সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে এবং ওই বিলের পাড়ে ভ্যানসহ তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মরদেহ,ভ্যানচালক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত