বেগমগঞ্জ উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ২১:০১ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দ্বাদশ নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় উপজেলা ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিতিতে আ'লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিন ব্যাপী চৌমুহনী পৌরসভা অডিটোরিয়াম হলে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হক সামছুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী -৩ বেগমগঞ্জ  আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ  নেতা নুর নবী টিপু, এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ শহীদ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফুল ইসলাম,  দুলাল মাস্টার, মাহবুবুর রহমান,শফিউল আজম পিন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক খোরশেদ, দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক নুর উদ্দিন, ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় স্টাস্ট্রি এডভোকেট পাপ্পু সাহা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, মহিলা সদস্য আশেয়া আক্তার সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলের সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা দলের বাহিরে কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার তাগিদ দেন। সেই সাথে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের একত্রে কাজ করার জন আহবান জানান।