ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়ায় ফেরিডুবি 

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়ায় ফেরিডুবি 

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়ায় বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় যানবাহনসহ রজনীগন্ধা ইউটিলিটি নামের একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ৮টার পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ফেরি উদ্ধারে অভিযান চলছে। এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ওই ফেরিতে ৭টি ছোট ও দুটি বড়সহ মোট নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে ৫নং ঘাটের অদূরে নদীতে নোঙর করে ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, তীব্র কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। এজন্য রজনীগন্ধা নামের ছোট ফেরিটি ৫নং ঘাটের কাছে নোঙর করে ছিল। সকাল ৭টা থেকে সাড়ে ৭টার টার দিকে বালুবাহী একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এসময় ফেরিটি ডুবে যায়।

পাটুরিয়া,ফেরিডুবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত