ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের বিশিষ্ট আইনজীবী কামরুল ইসলাম আর নেই

সিরাজগঞ্জের বিশিষ্ট আইনজীবী কামরুল ইসলাম আর নেই

সিরাজগঞ্জের বিশিষ্ট আইনজীবী কামরুল ইসলাম শাস্তা (৬৫) আর নেই। তিনি বৃহস্পতিবার বিকেলে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি----রাজিউন)।

তিনি পৌর এলাকার মিরপুর মহল্লায় বসবাস করতেন এবং তিনি সিনিয়র আইনজীবী ছানোয়ার হোসেনের ছোট ভাই। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ কায়ছার আহম্মেদ লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী শান্তা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা কোর্ট চত্বরে তার ১ম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ি দ্বিতীয় জানাযা শেষে বাদ জুম্মা স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এদিকে তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আগামী রোববার মরহুমের স্মরণে কোর্ট বন্ধ থাকবে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ,আইনজীবী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত