সিরাজগঞ্জে কৃষকের গরু চুরির চেষ্টায় গ্রেপ্তার ৩
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর (আব্দুলপুর) গ্রামের কৃষক আলমগীর হোসেনের গোয়াল ঘরে গরু চুরির চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর গামারপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আলামিন হোসেন (২২), একই জেলার হারাগাছা উপজেলার কসাইডারি গ্রামের মালেকের ছেলে রবিউল (৩০) ও সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাই পূর্বপাড়া গ্রামের দীন মোহাম্মাদের ছেলে হামিদুল ইসলাম (২৯)। বেলকুচি থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ ত্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, তারা বুধবার গভীর রাতে ওই কৃষকের গোয়াল ঘরে গরু চুরির করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসীরা তাদেরকে আটক করে গণধোলাই দেয়। বৃহস্প্রতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকার বিভিন্ন স্থানে গরু ও মিটার চুরির ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।