সিরাজগঞ্জে মটোরসাইকেল ধাক্কায় ১ জন নিহত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর নামকস্থানে মটোর সাইকেল ধাক্কায় শামসুল বারি পুনম (৩৭) নিহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম কে অদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে পুনম স্থানীয় নদীর ঘাটে যায়। সেখান থেকে দুপুরের দিকে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে মটোরসাইকেলে ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।