ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষককে শোকজ

দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষককে শোকজ

সময় মতো শিক্ষার্থীরা আসলেও যথাসময়ে স্কুলে নিয়মিত উপস্থিত হন না পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজু। এ ঘটনায় ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারন জানতে চেয়ে ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এই নোটিশ দেন।

জানা যায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক দেবরাজ রাজু পাইক পাড়া যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের ঘন্টা খানেক দেরিতে বিদ্যালয়ে আসেন। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯ টায় স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক দেবরাজ রাজু এভাবে নিয়মিত বিদ্যালয়ে দেরিতে আসেন। গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০:১৫ মিনিটে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের দেখা মিলেনি। সহকারী শিক্ষকরা জানান প্রধান শিক্ষক তখনো আসেননি।

কয়েকজন অভিভাবক ও সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক দেবরাজ রাজু গত ১১ জানুয়ারী সকাল ১০:২০মিনিটে, ১৪ জানুয়ারী সকাল ১০টায়, ১৬জানুয়ারী সকাল ১০টায় এবং ১৭ জানুয়ারী সকাল ১০:৩০টায় বিদ্যালয়ে উপস্থিত হন।

সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার সকালে জানতে পারি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজু সকাল ১০:১৫ মিনিটেও স্কুলে আসেননি। এজন্য প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

স্কুল,শিক্ষক,শোকজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত