নোয়াখালীতে ট্রান্সজেন্ডারবাদ সম্পর্কিত শীর্ষক সেমিনার

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১৭:১০ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রান্সজেন্ডারবাদ পরিচয়, শরয়ী হুকুম ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে শনিবার সকালে চৌমুহনীর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ট্রান্সজেন্ডারবাদ বা রূপান্তরকামীতার বিভিন্ন অপকারিতা, সামাজিক অবক্ষয়, বর্তমান অবস্থা ইত্যাদি বিষয়ে বিস্তারিত  গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। 

ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশর সহকারী-আহবায়ক মাওলানা ইলিয়াস এর পরিচালনা ও ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশর সহ-সভাপতি হাফেজ মাওলানা ইয়াসিন এর সভাপতিত্বে 

প্রধান বক্তা ছিলেন ফেদায়ে উম্মত ফাউন্ডেশন বাংলাদেশর আহবায়ক মুফতি মোঃ ইসমাইল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আম্মারুল হক, ইসলামি চিন্তাবিদ ইরফান সাদিক ও মাওলানা আফসার উদ্দিন। বক্তারা বাংলাদেশ ট্রান্সজেন্ডার এর কোন আইন যেন বাস্তবায়ন না করে তার জন্য সরকারের প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে শেষে মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ এর আমির মাওলানা নেজাম উদ্দিন।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা কবির আহমদ, নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া, মোজাম্মেল হোসেন কামাল, এস এম রেজওয়ান, সাইফুল ইসলাম, শাহরিয়ার শিপন, ইউনুস, মনিরসহ অনেক আলেম নেতৃবৃন্দ।