ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়ায় প্রশংসিত হলেন ভাইস চেয়ারম্যান 

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়ায় প্রশংসিত হলেন ভাইস চেয়ারম্যান 

রেলস্টেশন এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ৬ হাজার টাকা মালিককে খুঁজে ফেরত দেয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকায় ৬ হাজার টাকা কুড়িয়ে পান। এ টাকা তার নিজ হেফাজতে রেখে দেন এবং তিনি প্রকৃত মালিককে এ টাকার ফেরত দেয়ার জন্য স্থানীয় মসজিদে মাইকিং করানো হয়। এ মাইকিং শুনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকার রফিকুল ইসলাম (৩৫) ওই টাকা নিজের বলে দাবি করেন এবং তিনি একটি কোম্পানির ডিলার। যথাযথ প্রমাণ পাওয়ায় বিকেলে তাকে এ টাকা ফেরত দিয়েছেন ওই ভাইস চেয়ারম্যান।

এ টাকা ফেরত পেয়ে ওই ডিলার আনন্দিত হন এবং তিনি বলেন, ওই রেলস্টেশন এলাকায় এ টাকা হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হয় এবং মসজিদের মাইকিং শুনে টাকাগুলো নিয়ে আসি। ভাইস চেয়ারম্যান সাহেব অনেক সৎ ও ভালো মানুষ। এদিকে টাকার অঙ্ক কম হলেও মালিককে ফেরত দেয়ায় ওই ভাইস চেয়ারম্যান এলাকায় প্রশংসিত হয়েছেন বলে অনেকেই এই অভিমত ব্যক্ত করেছেন।

প্রশংসিত,চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত