ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার দাদপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলো, কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি গ্রামের রিপন (২৫), ফুলবাড়ি উপজেলার খলিশা কোঠাল গ্রামের এমদাদুল হক (২৭) ও পূর্ব কুরুষাফেরুষা গ্রামের দুদুল মিয়া (২৫)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিকনির্দেশনায় শুক্রবার সন্ধ্যারাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১টি মাইক্রোবাস ও মটোরসাইকেল আটক করা হয় এবং এতে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক কারবারির কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত