ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভাবিকে ছুরিকাঘাত, দেবর গ্রেফতার

সিরাজগঞ্জে ভাবিকে ছুরিকাঘাত, দেবর গ্রেফতার

সিরাজগঞ্জ পৌর এলাকার কোলগয়লা মহল্লার যুবক দেবর ভাবি কনাকে (২২) ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। এ ঘটনার পর দেবর রতন (২৪) স্বেচ্ছায় থানায় আত্বসমর্পণ করেছে। সে ওই মহল্লার হান্নান সেখের ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে ওই যুবক তার বড় ভাই উজ্জলের স্ত্রীকে কোমরের পাশে ছুরিকাঘাত করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ওই যুবক রাতে স্বেচ্ছায় থানায় আত্বসমর্পণ করে এবং তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বড় ভাই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ,ছুরিকাঘাত,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত