নরসুন্দা নদীর পানি প্রবাহ নিশ্চিত করা হবে : এমপি লিপি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আবেগের একটি প্রকল্প ছিলো কিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর সৌন্দর্য্য বর্ধন ও পানি প্রবাহ নিশ্চিত করা। যা তিনি পুরোপুরি শেষ করে যেতে পারেননি। অচিরেই একটি মেঘা প্রকল্প হাতে নিয়ে পরিকল্পিতভাবে এ নদীর দুই পাড়ের সৌন্দর্য্য বর্ধন ও পানি প্রবাহ নিশ্চিত করা হবে।
জেলা শহরের ফুটপাত থেকে যেসকল ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন এই সংসদ সদস্য।
শনিবার (২০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার সগড়া মোড়ে নেতা-কর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. জাকিয়া নূর লিপি আরও বলেন, কিশোরগঞ্জ-১ আসনের দুই উপজেলা সদর এ হোসেনপুরকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাবেন।
এর আগে সকাল ১০টা থেকে সদর উপজেলার বিভিন্ন যায়গায় নেতা-কর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন টানা দুইবার এ আনস থেকে নির্বাচিত এ সংসদ সদস্য।